চট্টগ্রামের মিরসরাই উপজেলাধীন ইছাখালী ইউনিয়নস্থ বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
রোববার (৮ অক্টোবর) এক শোক বার্তায় মহান মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আবদুল হালিম খানের মৃত্যুতে মিরসরাইবাসী একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মিরসরাইয়ের ৬ নম্বর ইছাখালী ইউনিয়ন শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মিরসরাই উপজেলা শাখার সহ প্রচার সম্পাদক আবদুল হামিদ খান ভাসানীর পিতা। আজ বিকেলে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।