অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, ‘পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে। উপকূল রক্ষায় আমাদের বৃক্ষরোপন করতে হবে। বৃক্ষ পরিবেশ রক্ষা করে। পরিবেশ রক্ষায় রাজনৈতিক কর্মী, সরকার ও আমাদের সবার দায়িত্ব বৃক্ষরোপন করা। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন প্রজাতির গাছের চারা পৌঁছে দিয়েছি। বৃক্ষের মাধ্যমে আমরা দেশকে সবুজে সাজাব।’
শনিবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদে এনজিও সংস্থা ব্র্যাকের আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী।
অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫০ বছর আগে বলেছিলেন, দেশের প্রতিটি নাগরিক একটি করে গাছের চারা লাগান, বঙ্গবন্ধু ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় কারগারের চত্ত্বরে দুইটি চামেলী ফুলের গাছ লাগিয়ে ছিলেন যা এখনো আছে। জলবায়ু পরিবর্তনে দেশের পরিবেশ রক্ষায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আষাঢ় মাসের শুরুতেই দেশে বৃক্ষরোপন কার্যক্রম শুরু করেন। প্রধানমন্ত্রী বলেছেন জলবায়ু পরিবর্তনে দেশকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক।
ব্র্যাক চট্টগ্রাম জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এ মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান এড. চুমকি চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ, চাতরীর সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন হিরো, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, যুবলীগ নেতা ব্যবসায়ী মো. মোজাম্মেল হক, যুবলীগ নেতা শাহদাত হোসেন, জিয়া উদ্দিন বাবলু, যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী, সদস্য এম. নজরুল ইসলাম, মাহতাব হোসেন জুয়েল, নাজিম উদ্দিন ছোটন, এজিও সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পরিচালক অরিঞ্জয় ধর, সহযোগি পরিচালক মো. বেলায়েত হোসেন, ডেপুটি প্রোগ্রামার মো. আলাউদ্দিন চৌধুরী প্রমুখ।
পরে অর্থ প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্ত্বরে একটি আম গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন। উল্লেখ্য, এনজিও সংস্থা ব্র্যাক আনোয়ারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা বিতরণ করবেন।
মন্তব্য নেওয়া বন্ধ।