বৃষ্টিতে কাপ্তাইয়ে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কয়েকদিন টানা বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। দেশের বৃহৎ পরিকল্পিত রাঙামাটি কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের(কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। মঙ্গলবার(২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ৫টি ইউনিট এর মধ্যে ৪টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১ শত ৬৪ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেনটানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্বি পেয়েছে ১শত ৬৪ মেগাওয়াট। ৩ নং ইউনিট বন্ধ রয়েছে তবে পানি বৃদ্বিপেলে সেটাও যথারীতি চালু করা হবে বলে তিনি জানান।

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৮৪দশমিক ১৬ ফুট এমএসএল থাকার কথা থাকলেও মঙ্গলবার কাপ্তাই হ্রদে পানি পরিমাণ রয়েছে রুলকার্ভ অনুযায়ী ৮৩ দশমিক ৬৯ ফুট মীন সি লেভেল। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল। তবে কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

প্রসঙ্গত, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। তবে পানির পরিমাণ বেশি থাকলে এবং ইউনিটগুলো সচল থাকলে সর্বোচ্চ ১৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।