বৃষ্টির সুযোগে আবারও যাত্রীবাহী বাসে ধর্ষণ, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাসে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বায়েজিদ থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি হলো- ড্রাইভার নুরুল আলম (৩০), হেলপার রবিউল (২৩), অন্য বাসের হেলপার মো. শাহজাহান (২২)।

সোমবার (২০ জুন) দুপুরে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন ওসি বায়েজিদ কামরুজ্জামান।

তিনি বলেন, রোববার দুপুরে ভিকটিম অক্সিজেন থেকে যাত্রীবাহী বাসে উঠে কোর্টবিল্ডিং যেতে চায়। অভিযুক্তরা তাকে পার্কিং করা বাস দেখিয়ে ওটা কোর্ট বির্ল্ডিং যাবে বলে জানায়। ভিকটিম ওই বাসে উঠলেই তার মুখ বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, ভিকটিম তার স্বামীকে নিয়ে দেওয়ানহাট এলাকায় ভাড়া থাকেন। তিনি জুতো কিনতে গেলে দোকানদার তাদের মারধর করে বলে জানান। ছিন্নমূল এলাকায় তার আত্মীয় থেকে পরামর্শ নিয়ে তিনি আদালতে যাওয়ার বাসে ওঠতে অক্সিজেন এলাকায় গিয়েছিলেন। বৃষ্টির সুযোগে ভুল বাসে তুলে তারা ভিকটিমকে ধর্ষণ করে।

ধর্ষণে অভিযুক্ত রবিউল হক ফটিকছড়ির দাতমারা ইউনিয়নের নতুনপাড়ার মোখলেছুর রহমান ছেলে। নুরুল আলম ড্রাইভার বাঁশখালীর সাধনপুরের বানিগ্রামের আবুল কাশেমের ছেলে। শাহজাহান ভুজপুরের নারায়নহাটের আবুল কালামের ছেলে।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।