টানা বর্ষণে বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটির পার্বত্য এলাকার জনসাধারণ। এর মধ্যে আগুনের লেলিহান শিখা পুড়িয়ে ছাই করেছে ১০টি দোকান ও বসতঘর। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় কুতুকছড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার(১০ আগস্ট) কুতুকছড়ি ব্যবসায়ী সমিতির উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য শস্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুকছড়ি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ছোট-বড় প্রায় ১০টি দোকান ও সংযুক্ত বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্থানীয়রা সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যোগ দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম জানান, কুতুকছড়ি বাজারে আগুনে ১০টি দোকান ও সংযুক্ত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সবগুলোই কাঁচাঘর ছিল।
এদিকে বৃহস্পতিবার সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুতুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান কানন চাকমা, প্যানেল চেয়ারম্যান সরোষ চাকমা, কুতুকছড়ি বাজার কমিটির সভাপতি বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক বিল্পব দাশ, কুতুকছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সন্তোষ কুমার চাকমা, মহাপুরুম আইডিয়াল স্কুল কমিটির সভাপতি প্রভারজ্ঞন চাকমা প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।