বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল’ এক্সপো

নারী উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সংযোগ ঘটানোর লক্ষ্যে ১৬ নভেম্বর বৃহস্পতিবার রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু হতে যাচ্ছে। ১৮ নভেম্বর পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত।
এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশনের উদ্যোগে, এক্সপো হোটেলের মেজবান হলে আয়োজন করা হয়েছে।

দেশ-বিদেশের ৭০ জন স্বনামধন্য নারী উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড কোম্পানি ও জুয়েলারি বিশেষজ্ঞ, ফার্নিচার ব্র্যান্ড সবই এক্সপোতে অংশ নিচ্ছেন। বিখ্যাত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে— Mirella By Samiha, Women’s Need, Anaqah, Veneto Furniture.bd, Opshora Fashion House, U By Mbrella, Bazar360, Nemali, Dreamweave by Simi, Dazzle by Sonia, Afreen, Este Medical Bangladesh, Queen’s Modesty, Why So Sanjida, এবং কেপ টাউন ফ্যাশন হাউস।
অন্যদের মধ্যে Fit Elegance, Este Medical Bangladesh, Unilever, Robi Axiata, BKash, Wrapped Up, Bazar360 এবং দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক The Business Standard এই এক্সপো আয়োজনে M&M কমিউনিকেশনের সাথে পার্টনার হিসেবে আছে।

এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশনস-এর মনজুমা মুর্শেদ বলেন, এই এক্সপোটির লক্ষ্য নারী উদ্যোক্তা এবং ক্রেতাদের সংযোগ করা। আশা করা যায় এই এক্সপোর মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসায় গতি আনতে সক্ষম হবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।