যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার পর এই প্রথমবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ সমাবেশে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মেরিল্যান্ডের প্রিন্স জর্জ কাউন্টিতে একটি সমাবেশে যোগ দিবেন তারা।
হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। জনসাধারণের জীবযাত্রার ব্যয় কমাকে কি কি পদক্ষেপ তারা নিয়েছেন সেসব সম্পর্কে আলোচনা করবেন এই দুই কর্তা। বিশেষ করে ওষুধের বিষয়টি বেশি প্রাধান্য পাবে।
হোয়াইট হাউস জানায়, রাষ্ট্রপতি নির্বাচন থেকে ৪০ দিনেরও বেশি সময় বাকি। এই সপ্তাহে উভয় প্রচারণার জন্য অর্থনীতি একটি মূল বিষয়। বুধবার প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে জুলাই মাসে বার্ষিক মুদ্রাস্ফীতির হার ২.৯ শতাংশে রাখা হয়েছে। যা ২০২১ সাল থেকে প্রথমবার এটি ৩ শতাংশের নিচে ছিল।
এদিকে বৃহস্পতিবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার প্রথম অর্থনৈতিক নীতি বক্তৃতায় আরও বিশদ উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।
বাইডেন প্রশাসন বলছেন, গতি সঠিক পথে রয়েছে। গভর্নর ওয়েস মুর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে যিনি জয়ী হবেন, তিনি ২০২৫ সালের জানুয়ারি থেকে পরবর্তী চার বছরের জন্য হোয়াইট হাউজের বাসিন্দা হবেন।
মন্তব্য নেওয়া বন্ধ।