ব্যাংকিং সেবায় নতুন ধারার সূচনায় একবছর আগে যাত্রা শুরু করেছিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আনোয়ারা শাখা। রোববার (২৯ অক্টোবর) জমকালো আয়োজনে উদযাপন করলো প্রতিষ্ঠার এক বছর। ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে কেক কাটেন শাখা ব্যবস্থাপক এস এম ওবায়দুল কাদের ও এসএমই ইনচার্জ এস এম মঈন উদ্দীন আজাদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে কালাবিবির দীঘি মোড়ে আনোয়ারা শাখায় ছিল গ্রাহকদের ভিড়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পরদিন এই আয়োজন পায় নতুন মাত্রা। প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে উপস্থিত ছিলেন আনোয়ারা ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশীদ মামুন, আনোয়ারা প্রেসক্লাব সভাপতি এম নুরুল ইসলাম, ব্যবসায়ী নেতা লায়ন আনোয়ারুল আজিম, রাশেদুল ইসলাম, এস এম আমজাদ হোসাইন, ওসমান গণি জয়নাল প্রমূখ।
গ্রাহকরা বেঙ্গল ব্যাংকের ব্যাংকিং সেবার প্রশংসা করে বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে চলছে এই ব্যাংক। পূর্বমুখি ব্যবসায়িক দিগন্ত উম্মোচনের যে সম্ভাবনা তাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বেঙ্গল ব্যাংক। যাত্রা শুরুর পর এক বছরেই বেঙ্গল ব্যাংক পরিণত হয়েছে সাধারণ মানুষের আস্থার ঠিকানায়।
মন্তব্য নেওয়া বন্ধ।