বেড়িবাঁধ নির্মাণে কোন অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবেনা—অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, “বিগত ঘূর্ণিঝড় রিমালের সময় ভয়ে ছিলো উপকূলবাসী। বারবার বরাদ্দ দেওয়ার পরও কিছু অনিয়মের কারণে বেড়িবাঁধের কাজ যথাযত হয়নি। তাই উপকূলবাসীর কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেড়িবাঁধ নির্মাণের জন্য নতুন করে আরও ৩১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বেড়িবাঁধ যেন টেকসই হয়, সেদিকে কড়া নজর রাখব এবার। প্রয়োজনে বারবার পরিদর্শনে আসব। কাজ দ্রুত শেষ করার জন্যও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। বেড়িবাঁধ নির্মাণে কোন অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবেনা।”

শনিবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উপকূলের বেড়িবাঁধের ভাঙন এলাকা পরিদর্শনে এসে এসব কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহিদ, উপ সহকারী প্রকৌশলী অনুপম দাশ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু, নাজিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন সুজন, মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা তাঁতী লীগের সভাপতি আজিজুল হক আজিজ, যুবলীগ নেতা ও ব্যবসায়ী মো. মোজাম্মেল হক, জিয়া উদ্দিন বাবলু, মো. শাহদাত হোসেন, আওয়ামীলীগ নেতা ম. ফরিদুল কবির, আলমগীর হোসেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহিদ বলেন, “আনোয়ারা উপকূলের ৮ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৫ কিলোমিটারের কাজ শেষ। অরক্ষিত রয়েছে আরও তিন কিলোমিটার এলাকা। নতুন করে পাওয়া বরাদ্দের টাকা দিয়ে অরক্ষিত বাঁধের কাজ করা হবে।”

পরিদর্শনের পর অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি একই এলাকায় একটি বিদ্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন। এর আগে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে দু’পক্ষের সংঘর্ষে আহত আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান তিনি। এসময় আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।