বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় সড়কে ঝরলো ট্রাফিক সার্জেন্টের প্রাণ

ট্রাফিক সার্জেন্ট, যাদের দায়িত্বই হল সড়কের যানবাহন সুশৃংখল রাখা। তেমনি এক সার্জেন্ট মুজাহিদ চৌধুরী (৩০)। সারাদিনের কর্মব্যস্ততা শেষে ফিরছিলেন আপন নীড়ে। কিন্তু বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কা কেড়ে নিলো তার প্রাণ। সোমবার (১৩ মার্চ) রাতে ফৌজদারহাট পোর্ট লিংক রোডের ওয়াই জংশনে মুজাহিদ চৌধুরীর বাইকের পেছনে একটি
দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক সার্জেন্ট মুজাহিদ চৌধুরী চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত ১১টার দিকে দায়িত্ব শেষ করে টোল রোড দিয়ে মোটর সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মুজাহিদ। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তার মোটর সাইকেলে পেছন থেকে ধাক্কা দিলে মুজাহিদ গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার পর চালকসহ প্রাইভেটকারটি আটক করা হয়েছে বলে জানান উপ-কমিশনার মোস্তাফিজুর।

মন্তব্য নেওয়া বন্ধ।