বেশি দামে পণ্য বিক্রি, ১০ দোকানিকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে নিত্যপ্র‍য়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সদরের জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা না থাকা ও বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে। যার ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। এতে ব্যবসায়ীদের কারসাজি বন্ধে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের অর্থদণ্ড ও সতর্ক করেছি। মূল্যতালিকা ও ক্রয়-বিক্র‍য়ের ভাউচার সংরক্ষণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।