বৈধভাবে কানাডা-অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের সহায়তা দিচ্ছে বিএসবি

কেউবা শিক্ষার্থী কেউবা কোন প্রতিষ্ঠানে কর্মরত আবার কেউ কেউ এসেছেন নিজ সন্তান নিয়ে। যাদের লক্ষ্য উচ্চশিক্ষা কিংবা কানাডা-অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া। দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন সঠিক নির্দেশনার অভাবে আলোর মুখ না দেখলেও বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এবার ৪ বিদেশি ডেলিগেট নিয়ে এসেছে বন্দর নগরী চট্টগ্রামে। যেখানে দেখা গেছে বিভিন্ন পর্যায়ের এসব মানুষের ভিড়।

বুধবার (২১ জুন) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক আয়োজিত ‘ড্রিম ডেসটিনেশন কানাডা এ্যান্ড অস্ট্রেলিয়া’ অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিলো। শুরু হওয়ার দিন মঙ্গলবারের মতো এদিনও ছিলো শিক্ষার্থী অভিভাবকদের সরব উপস্থিতি।

বৈধভাবে কানাডা-অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের সহায়তা দিচ্ছে বিএসবি 1

সরজমিনে দেখা গেছে, হোটেলের মনোরম পরিবেশে বেশ কয়েকটি ডেস্ক করে বসেছেন ডেলিগেটরা। তাদের চারপাশ ঘিরে বসেছেন শিক্ষার্থী অভিভাবকরা। কানাডা-অস্ট্রেলিয়ায় যাওয়ার স্বপ্ন দেখা এসব মানুষ এসেছেন নিজেদের একাডেমিক বিভিন্ন সনদ নিয়ে। আর এসব সনদ দেখে যাচাই বাছাই করে পছন্দ করে দেওয়া হচ্ছে সাবজেক্ট। সেই সাথে কে কোন শ্রেণিতে ভর্তি হবে সেসব বিষয়েও যাবতীয় তথ্য দিচ্ছেন এসব এক্সপার্ট। এর সাথে ভ্রমণ কিংবা স্থায়ী বাসিন্দা হতেও অনেকে তথ্য নিতে এসছেন এই অনুষ্ঠানে।

বৈধভাবে কানাডা-অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের সহায়তা দিচ্ছে বিএসবি 2

ফারুক আহম্মেদ চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেছেন। বেশ কিছুদিন ধরে কানাডা যাওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু বিশ্বস্ত কোন প্রতিষ্ঠানের অভাবে ভিসা বা যাবতীয় কাজ করতে পারছিলেন না। তবে এবার বিএসবির এই আয়োজনে এসে তার মনে হয়েছে প্রতিষ্ঠানটি বিশ্বাসযোগ্য। সেই সাথে প্রতিষ্ঠানটির আন্তরিকতা এবং বিস্তারিত তথ্য প্রদান সিদ্ধান্ত নিতে সহজ করেছে।

নজরুল ইসলাম এবং শিউলি হক দুইজনেই একটি বেসরকারি ব্যাংকে চাকুরি করেন। কিন্তু তাদের নেশা ভ্রমণ করা। কানাডার টরেন্টো, ভিক্টোরিয়াসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়ার ইচ্ছে দীর্ঘদিনের। তবে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে সে শখ তাদের পূরণ হচ্ছিলো না। তাই বিএসবির ‘ড্রিম ডেসটিনেশন কানাডা এ্যান্ড অস্ট্রেলিয়া’ অনুষ্ঠানে এসেছেন তারা। সেখানে বিদেশি ডেলিগেটদের থেকে জেনেছেন ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য। আর খুব শিঘ্রই তারা ভিসার জন্য আবেদন করবেন বলে জানান।

জানা গেছে, শিক্ষার্থীদের কানাডা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কোর্স, এডমিশন, কাজ এবং ভিসাসহ যাবতীয় বিষয়ে পরামর্শ দিতে বিদেশি ডেলিগেটদের নিয়ে এই আয়োজন সাজিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। এই বিদেশি ডেলিগেটদের সাথে সাক্ষাৎ করতে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফরম পূরণ করে নিজের টাইম স্লট বাছাই করেন। সকাল ১০টা থেকে ১টা; ১টা থেকে ৩টা এবং ৩টা থেকে ৫টা এই টাইম স্লটে শিক্ষার্থীরা ডেলিগেটদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন। চট্টগ্রাম, সিলেট পৃথক তিন স্থানে হচ্ছে এই অনুষ্ঠান। গত ১৬, ১৭ ও ২২ জুন ঢাকাস্থ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের গুলশান অফিসে তথ্য সহায়তা দেন তারা। ১৮ ও ১৯ জুন সিলেটের শাহজালাল উপশহরের হোটেল রোজ ভিউতে অনুষ্ঠিত হয় বিএসবির এই আয়োজন। এবার ২০ ও ২১ জুন চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে সাক্ষাৎ করেন তারা।

বৈধভাবে কানাডা-অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের সহায়তা দিচ্ছে বিএসবি 3

প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট এ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার আসিফ ইকবাল সিজার বলেন, আমরা এখানে পর্যাপ্ত ভিজিটর পেয়েছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকুরিজীবী, অভিভাকরা এসেছেন কানাডা-অস্ট্রেলিয়া যাওয়ার বিভিন্ন বিষয়ে তথ্য নিতে। এই দুইদিনে অন্তত ৫শ ভিজিটর আমাদের ডেলিগেটদের সাথে সাক্ষাৎ করেছেন। আমরা আশা করছি তাদের চাহিদা মতো সহায়তা করতে পেরেছি। এবার তাদের কানাডা-অস্ট্রেলিয়ায় যাওয়ার পথ আরও সহজ হবে।

তিনি আরও বলেন, আমাদের এই অনুষ্ঠানে কানাডায় যেতে আগ্রহীদের স্নাতকোত্তর পাস করার পর ওয়ার্ক পারমিট আবেদনের বিস্তারিত জানানো হয়। একই সঙ্গে কীভাবে তারা বৈতনিক ইন্টার্নশিপের সুযোগ খুঁজে পাবেন তাও জানানো হয়। এছাড়া ‘স্পট এডমিশন’ এর সুযোগও ছিলো। আমরা আগ্রহীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাছে ভর্তিচ্ছু শিক্ষার্থীর কাগজপত্র পাঠিয়েছি। সব ঠিক থাকলে এবং বিশ্ববিদ্যালয় যদি ওই শিক্ষার্থীকে যোগ্য মনে করে তাহলে তাদের অফার লেটার দিবে।

মন্তব্য নেওয়া বন্ধ।