বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে বেতাগীতে রতনশ্রী মহাথের সভাপতিত্বে বুদ্ধপূজা ও অষ্টপরিস্কার সংঘদান অনুষ্ঠানের ২য় পর্বে বেতাগী সার্বজনীন রত্নাংকুর বিহার প্রাঙ্গনে আন্তর্জাতিক বৌদ্ধ সাংঘিক ব্যাক্তিত্ব কর্মবীর ভদন্ত জীবনানন্দ মহাথের এর প্লাটিনাম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের ৩য় দিনের অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গুবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশের সকল ধর্মের মানুষ মুক্ত পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে যাতে পালন করতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামুনি মহা বিহারের অধ্যক্ষ রাজগুরু অভয়ানন্দ মহাথের, প্রধান ধর্মদেশনা করেন নবপন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের, অনুষ্ঠান উদ্বোধন করেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের ।

১ম পর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরর। মূল অনুষ্ঠান ৩য় দিনের ২য় পর্বে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বিদর্শনাচার্য নন্দ বংশ মহাথের। রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার , বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগ নেতা আক্তার হোসেন খান, বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম। অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

সন্ধ্যায় আতশবাজি ও ফানুস উত্তোলন এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক দানবীর বেশ্বান্তর পরিবেশিত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।