চট্টগ্রাম জেলার বদলি জনিত কারণে শূন্য হওয়া দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দুই কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। বোয়ালখালী থানার ওসি পদে আসহাব উদ্দিনকে এবং লোহাগাড়া থানায় রাশেদুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়।
আদেশে রাঙ্গুনিয়া সার্কেলের পুলিশ পরিদর্শক মো. আসহাব উদ্দিনকে বোয়ালখালী থানার ওসি এবং জেলা পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. রাশেদুল ইসলামকে লোহাগাড়া থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।
আসহাব উদ্দিন এর আগে জেলার ভুজপুর থানায় ওসি এবং আনোয়ারা থানার পরিদর্শক তদন্ত পদে দায়িত্ব পালন করেছেন।
রাশেদুল ইসলাম পটিয়া থানা এবং লোহাগাড়া থানায়ও পরিদর্শক তদন্ত হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেছেন। গত বছর জেলা পুলিশের শ্রেষ্ঠ পরিদর্শকের পুরস্কার লাভ করেন।
গত ১৫ জুলাই চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা এক আদেশে বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাককে নোয়াখালী এবং লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানকে কুমিল্লা জেলায় বদলি করেন।
গত বছরের ১৬ জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া থানায় ওসি হিসেবে যোগ দেন আতিকুর রহমান। একই বছর ২৬ জুন বোয়ালখালী থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন আবদুর রাজ্জাক।
মন্তব্য নেওয়া বন্ধ।