চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পানিতে ডুবে মারা দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ৩নং ওয়ার্ডের কৈবর্ত্যপাড়া এবং আহলা করলডেঙ্গা ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেন স্কুল শিক্ষার্থী ধ্রুব দাস (১১) ও স্বাতক চন্দ (৪)।
ধ্রুব মারা যান সকাল সাড়ে দশটায় বাড়ির পাশের ছন্দারিয়া খালে গোসল করতে নেমে। ধ্রুব গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার বাবার নাম গোবিন্দ দাস।
ধ্রুবর দাদা কৃষ্ণপদ দাস বলেন, ‘ধ্রুবকে সাড়ে ১১ টায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
দুপুর ১ টায় বোয়ালখালী উপজেলার অহলা কড়লডেঙ্গা ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যান সাত্বক চন্দ (৪)। তার বাবার নাম উত্তম চন্দ্র।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. আজমাইন গণমাধ্যমকে বলেন, ‘সাত্বক চন্দ ও ধ্রুব নামের ২ শিশুকে তাদের স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়েছে।’
মন্তব্য নেওয়া বন্ধ।