ব্যালটেই হবে আগামী নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণ—ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম’র ভোট গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসে ৩০০ আসনেই ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশিন। ইসি সচিব মো. জাহাংগীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (৩ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালে সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক ঐক্যমত না হওয়ায় এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় কমিশন ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জাহাংগীর আলম।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘ইসির কর্মপরিকল্পনায় সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলা হয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন্য প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা প্রয়োজন। সেই টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় এই টাকা দিতে অপারগতা প্রকাশ করেছে। যেহেতু সবগুলো ইভিএমই মেরামত করতে হবে সে পরিমাণ অর্থ নির্বাচন কমিশনের কাছে নেই। তাছাড়া এটি সময়সাপেক্ষ ব্যাপার। রাজনৈতিক ঐকমত্যের অভাবের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়ে থাকতে পারে।’

মন্তব্য নেওয়া বন্ধ।