ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আমিরাতে ঈদুল আযহা পালিত হচ্ছে

ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব-আমিরাতে আজ ২৮ জুন বুধবার অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয় এটি।

ত্যাগ শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা নিয়ে প্রতি বছরের ন্যায় অহিংস ও হিংসাত্মক মনোভাব পরিহার করে মিলিত হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে।

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশের মধ্যে আবুধাবিতে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৫:৫৩ মিনিটে। দুবাই ৫:৫০, শারজাহ ৫:৪৭, আজমান ৫:৪৭, উম্ম আল কোয়াইন ৫:৪৬, ফুজিরা ৫:৪৪ এবং রাস আল খাইমাহতে ৫:৪৪ মিনিটে সম্পন্ন হয়।

দেশটির বিভিন্ন প্রদেশে প্রায় ১০ লাখ বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করে থাকেন। সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল আযহা পালন করে থাকে।

মন্তব্য নেওয়া বন্ধ।