ভারতের বিপক্ষে জিততে বাংলাদেশের দরকার আরও ৪৭১ রান

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে ৫১২ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে ভারতীয়রা। কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ফলে এখন জিততে হলে বাংলাদেশকে নিতে হবে আরও ৪৭১ রান। আর এমনটা করতে পারলে বাংলাদেশের জন্য হবে রেকর্ড। ২০০৯ সালে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ দল।

শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ বিকেলে উইকেট তুলে নিতে আক্রমণাত্মক ফিল্ড সেটআপ করে বোলিং করে গেছে ভারত। তবে বাংলাদেশের দুই তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত জাকির হাসান ভারতের আগ্রাসন সয়ে গেছেন দারুণভাবে।

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় শান্ত ৪২ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন। ৩০ বলে ১৭ রানে অপরাজিত জাকির। দুজনেই চার মেরেছেন তিনটি করে।

দিনে এর আগের সময়টা বাংলাদেশের জন্য ছিল শুধুই হতাশার। ৮ উইকেটে ১৩৩ রানে আজ তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ বেশিদূর এগুতে পারেননি। গুটিয়ে যায় ১৫০ রানেই। তাতে প্রথম ইনিংসেই ২৫৪ রানের লিড পায় ভারত। বাংলাদেশকে ফলোঅন না করে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং করতে নামে ভারত। তাতে শুভমন গিল ও চেতেশ্বর পুজারা সেঞ্চুরি তুলে নিলে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সামনে ৫১২ রানের টার্গেট দাঁড় করায় ভারত।

মন্তব্য নেওয়া বন্ধ।