চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হাটহাজারীর উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নুরখান বলেছেন, ভাষা আন্দোলনেই আমাদের স্বাধীনতার ভিত রচিত হয়েছিল।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
তিনি বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে তরুণ প্রজন্মসহ সকলকে এগিয়ে আসতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নুরুল আলমের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহেদুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—সর্বজনাব হেলাল উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক, সিনিয়র শিক্ষক লিয়াকত আলি বিশ্বাস, রহমত উল্লাহ, মুজিবুদৌল্লা দৌলত, আবু মঞ্জুর, মাওলানা জসিম উদ্দীন, লোকমান, নাছিমা আক্তার, এম এ তারেক আজিজ, ইলিয়াস আলী প্রমুখ।
সভা শেষে চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।