ভাসানচরের কাছে লাইটারেজ জাহাজডুবি

ভাসানচরের ১২ নটিক্যাল মাইল দক্ষিণে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কোস্ট গার্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে সজল তন্ময়-২ নামে জাহাজটি ডুবে যাওয়ার কথা চট্টগ্রাম খবরকে তিনি নিশ্চিত করেন।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা বলেন, ‘সাগর উত্তাল রয়েছে। লাইটার জাহাজটি কেন ডুবেছে তার কারণ আমরা এখনো জানতে পারিনি। লাইটার জাহাজে ১২ জন নাবিক ছিলেন। তাদের উদ্ধারের কাজ চলছে।

মন্তব্য নেওয়া বন্ধ।