ভিক্ষুকের মরদেহ উদ্ধার

0

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ আবাসিক এলাকার গেটের পাশে পড়ে থাকা এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে ভিক্ষুকটির মরদেহটি উদ্ধার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ওই ভিক্ষুকের পরিচয় জানার চেষ্টা করছি। পিআইবি’র সদস্যরাও এ ব্যাপারে খবর নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm