ভিপি নুরের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম আদালতের আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ ছাত্রলীগ-যুবলীগকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (১৪ জুন) সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলা আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত সংস্থাকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে অ্যাডভোকেট তানিন উল্লেখ করেন, ‘আসামীর এহেন কর্মকান্ডের ধারাবাহিকতায় গত ১ জুন হঠাৎ বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদ এর নামে সমাবেশ ডেকে বাংলাদেশ সরকারসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ” এর বিরুদ্ধে আসামী নিজেই “ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালীগ বলে আখ্যায়িত করেছেন…… মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি হিসাবে আখ্যায়িত করেছেন…… এছাড়া মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর বিরুদ্ধে চট্টগ্রামের আরেক গুণ্ডা, উন্মাদ, শিক্ষা উপমন্ত্রী চৌধুরী নওফেল তার গুন্ডা বাহিনী” বলে মন্তব্য করেছেন।

এবিষয়ে মামলার বাদী শাহরিয়ার তানিন চট্টগ্রাম খবরকে বলেন, মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইকে নিয়ে কুৎসা, মিথ্যা, বানোয়াট অসম্মানজনক কটুক্তিতে আমি সংক্ষুব্ধ হয়ে সাবেক ঢাকসু ভিপি নূরের বিরুদ্ধে বিভাগীয় সাইবার ট্রাইবুন্যাল, চট্টগ্রামে মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে সিআইডিকে উক্ত মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।