ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ছাত্র সমন্বয়ক এবং প্রশাসনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমরা এসব যাচাই-বাছাই করে দেখছি বাস্তবিক অর্থে কি হয়েছে। পরে যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা ছিলেন তারা থাকবেন আর যাদের সত্যতা মিলবে না তাদের বাতিল করা হবে।
তিনি বলেন, প্রতারণার আশ্রয় নিয়ে তারা এতদিন রাষ্ট্রের ভাতাও ভোগ করেছে। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদের শাস্তিও ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা দেশে কি পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকুরি পেয়েছেন, মুক্তিযোদ্ধাদের অবস্থা কি সব বিষয় যাচাই-বাছাই করে জনসাধারণের নিকট উন্মুক্ত করে দিবো।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এদিন কোতোয়ালী থানা পরিদর্শন করেন। কথা বলেন পুলিশ সদস্যদের সাথেও। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।