ভূজপুরে নৌকার ভরাডুবি, চেয়ারম্যান হলো আনারসের শিপন

ফটিকছড়ির ভূজপুর ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী শিপন।

বুধবার (১৫ জুন) রাতে উপজেলা ফলাফল কেন্দ্র ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন নির্বাচন রির্টানিং অফিসার দেবাশীষ দাস।

আনারস প্রতীকের পেয়েছে ৯ হাজার ৭ শত ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আ.লীগের দলীয় প্রার্থী ইব্রাহীম তালুকদার পেয়েছে ৪ হাজার ৫ শত ৪১ ভোট। এছাড়া অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দীন মুন্সি ১ হাজার ৭৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছে।

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ফটিকছড়িতে প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে সকালে বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে আসা ভোটারদের উপস্থিতি ছিল চোখ পড়ার মত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়লেও বিকেলের দিকে ভোটার উপস্থিতি ছিল কম।

পূর্ব ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা খায়রুল বশর নামে এক ভোটার জানান, প্রথম ইভিএমে ভোট দিয়ে খুব ভালো লাগছে, খুব সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।

শরিয়তুল উলুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন ষার্টোধ্ব আয়েশা খাতুন। তিনি বলেন- নতুন পদ্ধতিতে ভোট দিয়ে ভালো লাগলো। তবে ভোট দিতে কষ্ট হয়েছে ।

নির্বাচন অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, ভূজপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট চেয়ারম্যান প্রার্থী ৩ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।