ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রচেষ্টাকালে ২০২৩ সালের প্রথম ছয় মাসে প্রায় ২৮৯ শিশু মারা গেছে বলে জানা গেছে জানিয়েছে জাতিসংঘ। খবর এএফপি’র।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলেছে, এই সংখ্যা ২০২২ সালের প্রথম ছয় মাসে রেকর্ডের দ্বিগুণ হবে। ইউনিসেফ ইউরোপে শিশুদের সুরক্ষার জন্য নিরাপত্তা প্রসারিত আইনি ও এবং সুরক্ষায় আইনি ও সুবিধাজনক পথ খোঁজার আহবান জানিয়েছে।
বিশ্বব্যাপী অভিবাসন ও বাস্তুচ্যুতি বিষয়ক ইউনিসেফের প্রধান ভেরেনা নাউস বলেন, প্রকৃত পরিসংখ্যান বেশি হতে পারে কারণ মধ্য ভূমধ্যসাগরে অনেক জাহাজ ডুবিতে সকলেই মারা গেছে বা তাদের রেকর্ড করা হয়নি।
নাউস বলেন, ‘এই মৃত্যু একেবারে প্রতিরোধযোগ্য। ২০২৩ সালের প্রথম ছয় মাসে, আনুমানিক ১১ হাজার ৬০০ শিশু পারাপার করেছে। যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এবং ২০২৩ সালের প্রথম তিন মাসে প্রায় ৩ হাজার ৩০০ শিশু ইউরোপে এসেছে। এই সংখ্যা ভূমধ্যসাগরীয় পথে আগত সমস্ত শিশুর ৭১ শতাংশ।
গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা তিন গুণ বেশী
মন্তব্য নেওয়া বন্ধ।