ভূমিমন্ত্রীর প্রচেষ্টায় আনোয়ারা এখন শিল্পনগরী

চাতরীর আওয়ামী লীগের সম্মেলনে বক্তারা

0

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্টায় আনোয়ারা এখন শিল্পনগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক। তিনি বলেন, দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরাই নেতৃত্বে আসবে, সুযোগ সন্ধানীদের নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই এখানে।ত্যাগীরাই মূল্যয়ন হবে কমিটিতে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চাতরী চৌমুহনী উত্তরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। আনোয়ারা ও কর্ণফুলীর অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্ঠায় আনোয়ারা এখন শিল্পনগরীতে পরিণত। দেশের মেগা প্রকল্পের অন্যতম বঙ্গবন্ধু টানেলকে ঘিরে পাল্টে গেছে পুরো আনোয়ারার চিত্র। এ উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে আবারো প্রিয় নেতা ভূমিমন্ত্রীকে সংসদে পাঠাতে হবে।

ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি নুরুছফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমদ চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর মো. মাঈনুদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. নুরুল হক, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক শ্রী রঘুপতি সেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন হিরো, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাবেক সদস্য মো. ছৈয়দুল হক, মো. জসিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট প্রদীপ দত্ত।

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত ওসমান ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম.এ নজরুল ইসলাম, যুবলীগ নেতা আবুল মনছুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন টিটু, উপজেলা ছাত্রলীগ নেতা মো. এরফান আলী, কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জিসান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী ফরম জমা দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।