ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সঙ্গে মতবিনিময় করেছেন আনোয়ারা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার (৭ জুলিই) রাতে ভূমিমন্ত্রীর নগরীর বাসভবনে এ মতবিনিময় করেন তারা।
এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।
তিনি বলেন, জনগণের ভালোবাসা অর্জন করে বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করতে হবে। আর সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদ্য কমিটির নেতৃবৃন্দরা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিম, সহ সভাপতি মোস্তাক আহমেদ টিপু, মো. আনোয়ার, দিদারুল ইসলাম চৌধুরী, মো. আল জাকির, মো. আবুল মনছুর, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শামীম, মো. নুরু উদ্দিন জাবেদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. আরিফ উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মো. আবু তাহের প্রমুখ।
এর আগে, বিকেলে উপজেলার হাইলধর এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদ্য কমিটির নেতৃবৃন্দরা।
মন্তব্য নেওয়া বন্ধ।