ভূমি অফিসে সেবা নিতে এলেই মিলছে ফুল

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ স্লোগানে চট্টগ্রামের কর্ণফুলীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার ভূমি অফিসে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী।

জানা গেছে, শুরু হওয়া সেবা সপ্তাহে সেবা বুথে আসা মাত্রই ভূমি অফিসের কর্মকর্তারা সেবাপ্রার্থীর হাতে তুলে দেন ফুল। কাজের ফাঁকে তাকে দেওয়া হয় মিষ্টিও। বছরের অন্য সময়ে ভূমি অফিসে এমন উৎসব মুখর পরিবেশ দেখা না গেলেও সেবা প্রার্থীদের জন্য বুধবার সারাদিন এসি ল্যান্ড অফিসে ছিল ফুল-মিষ্টিসহ নানা আয়োজন। শুধু কর্ণফুলী এসি ল্যান্ড অফিস নয়, সেবা প্রার্থীদের জন্য এমনসব আয়োজন ছিল আনোয়ারা এসিল্যান্ড অফিসেও।

সোমবার আনোয়ারা ও কর্ণফুলী এসিল্যান্ড অফিস ঘুরে দেখা গেছে, অফিসের প্রবেশপথ থেকে মূল ভবন পর্যন্ত নানা রঙের বাতি, বেলুন আর ফুলে সাজানো। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। খোলা হয়েছে সেবা বুথ। কর্মকর্তারা সেবা প্রার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি ফুল আর মিষ্টি দিয়ে আপ্যায়িত করছেন।

কর্ণফুলী সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী বলেন, গত কয়েক বছর ধরে ভূমি সেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় আধুনিক ভূমি ব্যবস্থাপনায় ই-নামজারিসহ নানা ডিজিটাল সেবা চালু করা হয়েছে। মানুষ এখন ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসেই তার দলিল-খতিয়ান চেক করতে পারছে। সরকারি এসব উদ্যোগ ভূমি মালিকদের কাছে তুলে ধরতেই ভূমি সেবা সপ্তাহে নানা উদ্যোগ নিয়েছি আমরা। সেবা প্রার্থীদের সঙ্গে ভূমি অফিসের কর্মকর্তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে দেওয়া হচ্ছে ফুল-মিষ্টি।

আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ বলেন, ভূমি অফিসকে জনবান্ধব করতে সরকারের উদ্যোগের অভাব নেই। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি অফিসের স্বাভাবিক কাজে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এ উৎসবটা সারা বছর ধরে রাখতে চাই আমরা। ভূমি অফিসকে আরও জনবান্ধব করতে চাই। এবার ভূমি সেবা সপ্তাহে সেবা দানের পাশাপাশি মানুষকে সচেতন করার উপর গুরুত্ব দিচ্ছি আমরা। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। ভূমি মালিকানা সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

মন্তব্য নেওয়া বন্ধ।