স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে নিয়মতান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (৬ জুন) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবীল চৌধুরী।
অভিযানকালে ফটিকছড়ি সদর বিবিরহাটে অবস্থিত ডায়নিক ডায়াগনস্টিক সেন্টার ও আজাদী বাজারের মিনি ল্যাব কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এছাড়াও অনিয়ম আর অব্যবস্থাপনা ও ভূয়া টেকনোলজিস্ট এর মধ্যেমে এক্স-রে রুম পরিচালনা করার দায়ে নাজিরহাট শেভরণ ক্লিনিক এন্ড ল্যাবরেটরি, নানুপুর লাইফ সাপোর্ট ও মডার্ণ ল্যাব, আজাদী বাজারের ল্যাব সিন্ডিকেট ও সার্জিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুম বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে বিবিরহাট মা-মনি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ পাওয়ায় বৃহস্পতিবারের মধ্যে কাগজপত্র দেখাতে না পারলে ব্যবস্থা নেয়ার কথা জানান স্বাস্থ্য কর্মকর্তা।
অভিযান শেষে ডা. নাবীল চৌধুরী জানান, যেসব প্রতিষ্ঠানের ল্যাব ও এক্স-রে রুম বন্ধ করা হয়েছে বৈধ কাগজপত্রসহ সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন ছাড়া তারা কার্যক্রম চালু করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদানসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।