ভেদভেদিতে উদ্ধার বিপন্ন প্রজাতির বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
এর আগে সোমবার সন্ধা ৬টায় এই বানরটি রাঙামাটি শহরের ভেদভেদির আনসার ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করে বনবিভাগের রাঙামাটি সদর রেঞ্জের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ চট্টগ্রাম খবরকে জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এটি উদ্ধার করে আমাদের কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করে। পরে আমরা বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়ইব খান এর নির্দেশে লজ্জাবতী বানরটি সোমবার রাত সাড়ে ১০টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেছি।

রাতে অবমুক্ত করার বিষয়ে তিনি বলেন, যেহেতু লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় চোখে দেখে না এবং তারা রাতেই চলাফেরা করে এবং খাদ্য খেয়ে জীবন ধারণ করে। সেই প্রেক্ষিতে রাতেই আমরা এই বানরটি অবমুক্ত করেছি।

তিনি আরও জানান, কাপ্তাই জাতীয় উদ্যানে এই নিয়ে বিভিন্ন এলাকা থেকে উদ্ধারকৃত তিনটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে। এবং জাতীয় উদ্যানের তালিকায় এই মহা বিপন্ন প্রাণীটির নাম না থাকলেও কাপ্তাই জাতীয় উদ্যানে প্রায়ই লজ্জাবতী বানর দেখা গেছে বলে তিনি জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।