জনগণের আশা-আকাঙ্ক্ষা ও সুখ দুঃখের সাথী ইউনিয়ন পরিষদ। প্রান্তিক জনগোষ্ঠীর বৃহৎ অংশ সবার আগে ইউনিয়ন পরিষদের দারস্ত হয়। নাগরিক সুবিধা প্রাপ্তির জন্য ইউনিয়ন পরিষদ থেকে সাধারণ মানুষের জন্মনিবন্ধন সনদ, মৃত্যু সনদ, চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পরিচয় পত্র, ট্রেড লাইসেন্সসহ নানা সনদ নিতে হয় ইউনিয়ন পরিষদ থেকে।
তবে এসব সেবা পেতে প্রতিনিয়ত নানা ভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এরমধ্যে সাধারণ মানুষ সব থেকে বেশি ভোগান্তিতে পরে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ নেওয়ার ক্ষেত্রে।
ইউনিয়নের মানুষের হয়রানি ও ভোগান্তি দূর করে এবার চট্টগ্রামের কর্ণফুলীতে উদ্বোধন করা হয়েছে ইউনিয়ন পরিষদ সেবা সপ্তাহের। সোমবার দুপুরে বড়উঠান ইউনিয়ন পরিষদে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে সেবা সপ্তাহের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত।
অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোমা চৌধুরী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাবুদ্দীনসহ বড়উঠান ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন।
একদনে সেবা পেলেন যারা- ওয়ারিশ সনদ তিনটা, নাগরিক সনদ এবং প্রত্যয়ন ৫৮টি, ট্রেড লাইসেন্স ১টি, জন্ম নিবন্ধন ১২৫টি, মৃত নিবন্ধন ১টিসহ ১৮৮জন সেবা পেয়েছেন।
শুরু হওয়া সেবা সপ্তাহে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
মন্তব্য নেওয়া বন্ধ।