ভোট শুরুর আগে এবার আনোয়ারায় সদস্য প্রার্থীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মতো এবার আনোয়ারা উপজেলায়ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট শুরুর আগে সদস্য প্রার্থী মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ৮ নম্বর বরৈয়া ওয়ার্ডে সদস্য প্রার্থী আজিজুল হক বাবুল নামের ওই সদস্য প্রার্থী মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি তালা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বুধবার (৫ জানুয়ারি) উপজেলার সবকটি ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। তিনটি ইউনিয়নের চেয়ারম্যান বিনা ভোটে জেতায় ওই তিনটিতে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন হচ্ছে।

উপজেলা নির্বাচনী কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, আজিজুল হক বাবুল তালা মার্কা নিয়ে সদস্য পদের প্রার্থী ছিলেন। ভোট শুরু আগের রাতেই নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তবে ভোট গ্রহণ চলছে। তিনি যদি নির্বাচিত হয়ে যান সেক্ষেত্রে ওই ওয়ার্ডে আবার ভোট করতে হবে।

এর আগে গত ২৬ ডিসেম্বর কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার ভোট শুরুর আগে ভোররাতে মারা গিয়েছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।