শাহআমানত সেতুর দক্ষিণ পাড়ে কর্ণফুলী উপজেলার মইজ্যারকেট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্টেশন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসময় সড়কের গড়ে ওঠা স্থাপনাও উচ্ছেদ করেন কারণে যানজটের সৃষ্টি হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।
রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্যারকেট এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি সিএনজি অটোরিকশা ও অবৈধ দোকান মালিকদের জরিমানা করা হয়।
জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী বলেন, মইজ্যারকেট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্টেশনের কারণে ভোগান্তি নিত্য দিনের। এই স্টেশনকে কেন্দ্র করে রাস্তার ওপরেই অবৈধভাবে বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠেছে। গাড়িগুলো মহাসড়কের পাশে খামখেয়ালী মতো রাখার কারণে চার লেনের সড়ক সংকুচিত হয়ে মাত্র এক লেন সচল থাকে। ফলে চট্টগ্রাম-কক্সবাজারগামী শত শত যানবাহন জ্যামে আটকা পড়ে। নষ্ট হয় কর্মঘন্টা।
অভিযানে অবৈধভাবে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকার কারণে দুটি সিএনজি টেক্সির চালককে জরিমানা করা হয়েছে। রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী।
মন্তব্য নেওয়া বন্ধ।