কক্সবাজারের পেকুয়া মগনামা ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকালে মগনামা ৫ নং ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ১ হাজার ২ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চৌধুরী।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে মগনামা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চৌধুরী বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব অনিল কান্তি সুশীল, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য মোক্তার আহমেদ, ইউপি সদস্য আমির উদ্দিন, ইউপি সদস্য মহি উদ্দিন, ইউপি সদস্য সরওয়ার কামাল, ইউপি সদস্য শাহ আলম, ইউপি সদস্য বদিউল আলম, ইউপি সদস্য নুর মোহাম্মদ, ইউপি সদস্য কাশেম উদ্দিন, ইউপি সদস্য আঞ্জুমান আরা, ইউপি সদস্য মনোয়ারা বেগম, ইউপি সদস্য কহিনুর আক্তার প্রমুখ।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।