মঘাদিয়া ইউনিয়ন সিএনজি চালক সমিতির ঈদ বোনাস বিতরণ

মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদ সিএনজি চালক সমিতির সদস্যদের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে মঘাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।

প্রধান অতিথির বক্তব্য জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, অসহায় চালকদের মাঝে সমিতির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদানে সত্যি আপনারা প্রসংশার দাবিদার। তাছাড়া একটি সমিতির লোকজন একত্রিত হয়ে সমাজের অনেক ভালো কাজে অংশ নিয়ে দেশ ও জাতির সেবা করা সম্ভব। তাই সমিতির লোকজন সকলে আগামীতে মঘাদিয়া ইউনিয়নের জনগণের কাজ আহ্বান জানান।

এসময় মঘাদিয়া ইউনিয়ন সিএনজি চালক সমিতির ২৫০ সদস্যকে ৩ লাখ টাকা ঈদ বোনাস দেওয়া হয়েছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।