মতামত—পরামর্শ ভিন্ন হতে পারে, কর্মপরিকল্পনা হতে হবে চট্টগ্রামের জন্য—সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ—সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেছেন, ‘মতামত, পরামর্শ ভিন্ন হতে পারে কিন্তু কর্মপরিকল্পনা হতে হবে দেশের জন্য। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড় প্রকল্পের আওতায় “বঙ্গবন্ধু টানেল জংশন” উন্নয়ন শীর্ষক কাজের প্রস্তাবিত খসড়া নকশা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৪জুন) সকাল ১১টায় সিডিএ’র সভা কক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) চেয়ারম্যানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম সিটি আউটার রিং রোডে অবস্থিত বঙ্গবন্ধু টানেল জংশনে যানজট নিরসনে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। টানেল, রিং রোড এবং বিমানবন্দরের গাড়ি চলাচলে যে সংকট চলছে তার সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে ওই এলাকার ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ার শঙ্কা রয়েছে।
সিএমপির পক্ষ থেকে সিডিএর ভুল পরিকল্পনা সংশোধন করতে বারবার বলা হলেও সিডিএ এতদিন এই বিষয়ে কর্ণপাত করেনি। সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ ইউনুছ সিএমপির প্রস্তাবনা সাদরে গ্রহণ করেছেন।

মতবিনিময় সভায় সিডিএ’র চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর একজন কর্মী। আমার কাজ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘস্থায়ী পরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই। এজন্য আমার যেখানে যেতে হবে আমি সেখানে যাবো। তাই আপনারা সবাই একটা বিষয় লক্ষ্য রাখবেন, এ পরিকল্পনাগুলো দীর্ঘস্থায়ী হতে হবে। যাতে আগামী পঞ্চাশ বছর পরেও কাজে আসে। আমি একক সিদ্ধান্তে কিছু করবো না। আমরা আগামী প্রজন্মের জন্য সবাই এক হয়ে কাজ করবো। মতামত, পরামর্শ ভিন্ন হতে পারে কিন্তু কর্মপরিকল্পনা হতে হবে দেশের জন্য, চট্টগ্রামের জন্য।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের ইএন্ডডি’র ডিসি (অতিরিক্ত ডিআইজি) এস. এম. মোস্তাইন হোসেন, সিডিএ’র পক্ষে প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, ডিসি ট্রাফিক (বন্দর) মো. মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’র পক্ষে প্রধান প্রকৌশলী মাহমুদুল হোসেন খান, সিডিএর সহকারী প্রকৌশলী নিয়াজ মোহাম্মদ মামুন, সহকারী অফিসার মো. আলমগীর খান, সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ (বিমানবন্দর) এর পক্ষে সহকারী প্রকৌশলী মো: আব্দুল আলীম, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে সিকিউরিটি অফিসার (বিএনএসএসইউ) লে. ক. দীপঙ্কর রায়, বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের পক্ষে উপ-সহকারী প্রকৌশলী মো: জামাল উদ্দীন, সড়ক ও জনপদ’র পক্ষে চট্টগ্রাম উপবিভাগের এসডিই মো: নিজাম উদ্দিন, পরামর্শ প্রতিষ্ঠানের মো. শাহাজান আলম, মো. মেহেদী হাসান, মো. মোস্তাফা, বিধুভূষণ পাল, মো. মেরাজুল ইসলাম ও আশরাফুল ইসলাম।

মন্তব্য নেওয়া বন্ধ।