চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। হাসপাতালে দুইজন চিকিৎসাধীন আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টায় পটিয়া মিলিটারি পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজিচালক আনোয়ার হোসেনও রয়েছেন (৪০)। তার বাড়ি বোয়ালখালীতে।
ঘটনার সত্যতা জানিয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনায় আমরা তিনজনের লাশ উদ্ধার করেছি। সবাই সিএনজির যাত্রী ছিলেন। তাদের মধ্যে একটা শিশু ছিল তার মায়ের কোলে। বিস্তারিত পরে জানানো হবে।
থানার ডিউটি অফিসার এএসআই বিল্লাল রাত ১টায় জানান, তিনজনের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করার সংবাদ রাতে ছড়িয়ে পড়ে। তবে তার সত্যতা মিলেনি। ফাতেমা বেগম নামের এক নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।