মনছুরাবাদ উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

মনছুরাবাদ বাইলেইন উদ্দীপ্ত তরুণ সংঘের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিনামূল্যে হত দরিদ্র মানুষদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে চক্ষু পরীক্ষা সাথে ফ্রি চশমা বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিক পরীক্ষা, রক্ত চাপ নির্ণয়।

শুক্রবার (২১ জুলাই) মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান কাজল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুদ্দীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মো: মুছা, মকবুল আহমেদ, ইব্রাহিম খান আব্বাস, সাহেদুল ইসলাম, ইকবাল মিয়া, ফয়েজ আহমেদ, আবিদ হাসনাত, ফরহাদ রাজ্জাক, মাহফুজ আহমেদ, ইখতিয়ার হোসেন, ইফতেখার আহমেদ, ইরফান মাহাদী, জাহিদ হাসান, শাহাদাত হোসেন, ইশতিয়াক আহমেদ ইমন, সাইফ নাসের শাওন, নাজমুর রাকিব, জোবায়ের সাঈম, সালাহউদ্দিন, রুবেল দেব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মনছুরাবাদ বাইলেইন উদ্দীপ্ত তরুণ সংঘের মতো ছোট কোমলমতি তরুণ- কিশোরদের এমন মহৎ উদ্যোগ আমাদের সমাজে আলোকবর্তীকা হিসেবে কাজ করবে। এই তরুণ-কিশোররা নিজের জমানো টাকা দিয়ে দরিদ্র হত দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করে এই অন্ধকারাচ্ছন্ন বিবেক বিবর্জিত কুলষিত সমাজকে আশার আলো দেখাবে। বর্তমান সময়ে একদিকে কিশোর গ্যাং এর উৎপাত চলছে অপর দিকে অত্র ক্লাবের মেডিকেল ক্যাম্প সমাজের দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে ক্লাবের সদস্যদের আরো জনহিতকর উদ্যোগ গ্রহন করার আশা প্রকাশ করেছেন। প্রধান অতিথি বক্তব্যের শেষে মেডিকেল ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

মনসুরাবাদ বাইলেইন উদ্দীপ্ত তরুণ সংঘ এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুল হামিদ ফারহান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আরমান আহমেদ আরাফ।

মন্তব্য নেওয়া বন্ধ।