মনুপত্র ডটকমের সাথে চবির আইন বিভাগের চুক্তি স্বাক্ষর

উপমহাদেশের বিখ্যাত আইন সংক্রান্ত (কেইস-ল) তথ্যের ওয়েবসাইট মনুপত্র ডটকমের সাথে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগ।

মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় আইন বিভাগের সভাপতির সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বিভাগ ও মনুপত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায়সমূহ সহজেই দেখতে ও গবেষণার কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতসহ অন্যান্য আদালত রায়সমূহের ক্ষেত্রেও এ সুবিধা পাবেন।

চুক্তিতে সই করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ও মনুপত্রের বাংলাদেশ প্রতিনিধি মিরাজ আহমেদ।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী বলেন, এই চুক্তির মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন দেশের কেইসগুলো খুব সহজেই গবেষণা করতে পারবে। শিক্ষার্থীরা ডেটাবেজটি ব্যবহারে এগিয়ে আসলে এ চুক্তিটি ফলপ্রসূ হবে।

এ সময় উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আল ফারুক। তিনি বলেন, এ চুক্তির মাধ্যমে আমাদের আইনের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে তারা যেকোন কেইস স্টাডি করতে পারবে। আমরা যদি আইনের বিষয়গুলো গভীরভাবে অধ্যায়ন করতে চাই তাহলে সুপ্রিমকোর্টের রায়গুলো দরকার হয়। এখন কম্পিউটার ল্যাবে এসব তথ্যে প্রবেশাধিকার পাওয়া যাবে। এতে আইন শিক্ষার গুণগত মান বাড়বে হলে আশা করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মঈন উদ্দীন, সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ, আইনুন জারিয়াহ্ ও ফয়সাল বিন মনির জনি।

মন্তব্য নেওয়া বন্ধ।