দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ।
বিষয়টি নিশ্চিত করেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম।
এর আগে, শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।
মন্তব্য নেওয়া বন্ধ।