মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে মিরসরাইয়ে মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশাকে (রা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তৌহিদী জনতা।

শুক্রবার ( ১৭ জুন) জুমার নামাজের পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজার এলাকায় এক মানববন্ধনে প্রতিবাদ জানানোর পাশাপাশি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ওই দুই বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা বলেন, রাসূলকে নিয়ে কটূক্তি কোন মুসলমান মেনে নিতে পারে না। রাসূল আমাদের আদর্শ। তার আদর্শ আমাদের রক্তে। তাই এক বিন্দু রক্ত থাকা অবস্থায়ও রাসূলের নামে কোন অবমাননা মেনে নেয়া হবে না। এসময় ভারতের বিজেপি সরকারের দুই নেতার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে তাদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

মন্তব্য নেওয়া বন্ধ।