মহান শহীদ দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) পরিবার। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের শহীদ মিনারে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিবসটি পালন উপলক্ষে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটি আলোচনা সভা, স্মতিচারণ ও দেশাত্মবোধক গানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতিসত্তার প্রথম বীজ বপন হয়েছিল। যতদিন আমাদের স্বাধীন সত্তা থাকবে, ততদিন ভাষা আন্দোলনের চেতনা দেশের প্রতি আমাদের মমত্ববোধ আরও বাড়িয়ে তুলবে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এই আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব- বাঙালিজাতি আজীবন স্মরণ করে যাবে।
সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আবসার বলেন, ৫২-এর ভাষা আন্দোলন ছিল বাঙালিজাতির আত্মপরিচয়ের স্বীকৃতি। এই ভাষার মর্যাদা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।
সিআইইউর প্রশাসন শাখার পরিচালক কুমার দোয়েল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে ভাষা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ।
সাংস্কৃতিক পর্বে দলীয় ও একক সংগীত পরিবেশন করে হাততালি কুড়ান সিআইইউর কালচারাল ক্লাবের অতন্দ্রিলা, জিনান, সিয়াম, তিথি, প্রীতু প্রমুখ।