মহেশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে খেলার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রনব কুমার চৌধুরী।

মৃতরা হলো- মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ার বাসিন্দা রিয়াজুল করিমের মেয়ে তাহালিশা মনি (২ বছর ৬ মাস) এবং একই এলাকার শফিউল আলমের মেয়ে আলিফা মনি (৩ বছর ৬ মাস)।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে প্রনব কুমার চৌধুরী বলেন, শুক্রবার মহেশখালী পৌরসভার পূর্ব ঘোনারপাড়ায় তাহালিশা মনি ও আলিফা মনি সহ স্থানীয় কয়েক শিশু মিলে নিজেদের বাড়ীর উঠানে খেলাধুলা করছিল। এসময় তারা খেলতে খেলতে প্রতিবেশী মির কাসেম আলীর বসত বাড়ীর পুকুর পাড়ে চলে। এক পর্যায়ে আলিফা ও তাহালিশা পুকুরের পানিতে পড়ে যায়।

‘পরে ঘটনাস্থলে খেলাধুলা অংশগ্রহণকারী অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এসময় তারা দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি বলেন, মৃত দুই শিশু পরস্পর প্রতিবেশী। পুকুরে ডুবে তাদের মৃত্যু নিয়ে স্বজনদের কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।

মৃত দুই শিশুর মৃতদেহ বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রনব কুমার চৌধুরী।

মন্তব্য নেওয়া বন্ধ।