মহেশখালীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ।
বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছালামত উল্লাহ (৩০), নেজাম উদ্দিন (৪০), আনছারুল করিম (২৮), আবু বক্কর (৩৩), ছদর আমিন (৪০) ও আলমগীর হোসেন (৩৫)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য নেওয়া বন্ধ।