মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সংলগ্ন নয়া খালের বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করেছে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

রোববার (১৮ জুন) সকাল সাড়ে সাতটা নাগাদ সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা মরদেহটি উদ্ধার করে সাতকানিয়া থানায় হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কারনাইন।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়া যুবকের নাম মো: আরাফাত (২৫)। তার বাড়ি ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে।
আরাফাতের বড় ভাই নাছির মিয়া জানিয়েছেন, তার ভাই ও চাচাতো ভাই মিলে গতকাল শনিবার দুপুরে মাছ ধরতে যান। দুপুর দেড়টা নাগাদ হঠাৎ বজ্রপাতসহ ঝড় শুরু হলে আরাফাত প্রবল স্রোতে ভেসে যায়। এতে সাথে থাকা চাচাত ভাই শহীদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে পানি থেকে উদ্ধারের চেষ্টা চালায়।

একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যাপক তল্লাশি চালান,কোন হদিস না পেয়ে ফায়ার সার্ভিস স্টেশন চট্টগ্রাম শহর থেকে ডুবুরি দলের সাহায্য চান। প্রায় ঘন্টা খানেক চেষ্টা করেও ডুবুরি দলও কোন হদিস পায়নি, ইতোমধ্যে সন্ধ্যা নেমে আসলে আপাত উদ্ধার কাজ স্থগিত করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
রোববার ভোর ৫টা থেকে উদ্ধার কাজ শুরু হলে সকাল সাড়ে সাতটা নাগাদ নিখোঁজ হওয়া স্থানের পাশেই মরদেহটি পাওয়া যায়।

মন্তব্য নেওয়া বন্ধ।