মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় ‘১৯৯০’ ব্যাচের মিলনমেলা

“এসো মিলনের উৎসবে, আনন্দের উচ্ছ্বাস ছড়ায়”—এই স্লোগানকে সামনে রেখে মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের “১৯৯০” ব্যাচের মিলনমেলা গত ২৫ জানুয়ারি প্রিয় স্কুল প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ঐতিহ্যবাহী মাঠটি যেন সেদিন ছিল বন্ধুত্বের উষ্ণ আলিঙ্গন আর স্মৃতির রোমাঞ্চে ভরা।

প্রায় ৩৫ বছর আগে স্কুল থেকে পাস করা শতাধিক ছাত্র-ছাত্রী তাদের পরিবারসহ এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পরে স্কুলের বন্ধুবান্ধবদের একত্রিত হওয়ার এই বিরল মুহূর্ত যেন পুরোনো দিনগুলোকে জীবন্ত করে তুলেছিল। স্কুলের প্রিয় শিক্ষকরা, যাঁরা একসময় তাদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, উপস্থিত থেকে অনুষ্ঠানের মাহাত্ম্য আরও বাড়িয়ে তোলেন। শিক্ষকদেরকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ব্যাচের পক্ষ থেকে।

সারাদিনব্যাপী এই অনুষ্ঠান ছিল নানান রঙিন ইভেন্টে পরিপূর্ণ। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের জীবনের গল্প ভাগ করে নেন, পুরোনো স্মৃতিচারণায় মেতে ওঠেন। খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের জন্য বিশেষ আয়োজন এবং আড্ডার মাধ্যমে পুরো দিনটি ছিল প্রাণবন্ত।

এই অনুষ্ঠানের সফল বাস্তবায়নের পেছনে প্রবাসী বন্ধুদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাদের সহযোগিতা ছাড়া এই সুন্দর দিনটি এতটা সাফল্যমণ্ডিত হতো না।

অনুষ্ঠানের শেষাংশে র‍্যাফেল ড্র-এর আয়োজন ছিল সবার জন্য উত্তেজনার কেন্দ্রবিন্দু। পুরস্কার বিতরণী ও বিদায়ের আবেগঘন মুহূর্ত দিয়ে দিনটির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বন্ধুবান্ধবের মধ্যে মনসুর উদ্দিন, আনিস, আব্দুল্লাহ, ইউসুফ, সাখাওয়াত, মামুন, সেলিম, শহীদুল্লাহ, হেলাল, আলী আকবর, সুজাওয়াত, হিরো, জাহাঙ্গীর, নাসির, কায়েস, মমতাজ, জয়শ্রী, ইয়াসমিন, জারিয়া এবং মোহাম্মদ ইকবাল প্রমুখ।

স্মৃতির এই দিনে মিলিত হওয়া সবার জন্য এক অনন্য অভিজ্ঞতা ছিল। বন্ধুত্ব, ভালোবাসা এবং স্মৃতির রঙে রাঙানো এই মিলনমেলা আগামী দিনগুলোতে সবার মনে উজ্জ্বল হয়ে থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।