চট্টগ্রামের আনোয়ারায় মামলা জটিলতায় নির্বাচনের চার মাস পর চেয়ারম্যানের চেয়ারে বসলেন বটতলী ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী। মান্নান চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে তাকে শপথপাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ মালেক, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, চাতরীর আফতার উদ্দিন চৌধুরী সোহেল, বরুমছড়ার মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, বারখাইনের হাসনাইন জলিল চৌধুরী শাকিল, সদরের অসীম কুমার দেব, হাইলধরের কলিম উদ্দীন, জুঁইদন্ডীর মুহাম্মদ ইদ্রিছ।
ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘মামলা জটিলতার কারণে আটকে ছিলো গ্যাজেট। উচ্চ আদালতের নির্দেশে বিনাপ্রতিদ্বন্দিতা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গ্যাজেট গত ১০ এপ্রিল প্রকাশ হলে তিনি শপথ গ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১১ ইউনিয়নে নির্বাচনে বিজয়ী ৯ জনের মধ্যে ৮ জন ও ৩১ জানুয়ারির নির্বাচনে একজনসহ ৯ জন শপথগ্রহণ করেন। তবে অসুস্থতার কারণে সেদিন পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রয়াত মামুনুর রশিদ আশরাফ শপথ নিতে পারেননি। পরে ভিডিও কনফান্সের মাধ্যমে তিনি শপথ নেন।
শপথ গ্রহণের কিছুদিন পরই মামুনুর রশিদ আশরাফ মৃত্যু বরণ করেন। তারমৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়ে পড়লে গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশনার পুনরায় উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৭ মে এবং যাচাই-বাছাইয়ের দিন ১৯ মে। আর প্রার্থীরা প্রত্যাহার ২৬ মে, ভোট গ্রহণ হবে ১৫ জুন।
মন্তব্য নেওয়া বন্ধ।