মামুনকে অব্যাহতি, পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম

মো. ময়নুল ইসলামকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেনে নিয়োগ দেওয়া হয়েছে। ময়নুল ইসলাম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক কমাড্যান্ট, ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল পদে ছিলেন।

মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে।

এর আগে একই দিন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামুন পতিত সরকারের সুবিধাভোগীদের অন্যতম। তাকে কয়েকদিন আগে দ্বিতীয়বারের মতো আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার।

প্রসঙ্গত, কোটাবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের নিষ্ঠুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। এতে দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে অসহযোগ আন্দোলনে ছাত্র-জনতার আক্রমণের শিকার হয় পুলিশ। শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে দেশ ছাড়লে বিভিন্ন থানায় ও পুলিশের স্থাপনায় হামলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মন্তব্য নেওয়া বন্ধ।