মায়ানীর যুব উন্নয়ন সংঘের কমিটি গঠন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব মায়ানীর সামাজিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন যুব উন্নয়ন সংঘ নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৪-২০২৫ সালের নতুন কার্যকরী কমিটিতে আবদুল মান্নান সভাপতি ও মো. সামসুদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য হলেন, সি.সহ সভাপতি সাইমন খান (রিপন), সহ সভাপতি সৈয়দ মোশারফ হোসেন, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন (নিশান), কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন (তানভীর), ক্রীড়া সম্পাদক মোঃ শাহরিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সরফুল ইসলাম (জনি), ধর্মীয় সম্পাদক সরওয়ার হোসেন, অফিস সম্পাদক মোমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সাইমুম আহমেদ, সদস্য আশরাফ উদ্দিন, নাঈম উল্লাহ , মো. শেখ ফরিদ, আজহার উদ্দিন।

যুব উন্নয়ন সংঘ ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে স্থানীয়ভাবে সামাজিক, সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। নতুন কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনের কর্ম পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

মন্তব্য নেওয়া বন্ধ।