মায়ের মৃত্যু খবর শুনে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৪নং মরিয়মনগরের ১নং ওয়ার্ড়ের মাস্টার পাড়ার আবাসিক এলাকায় মায়ের মৃত্যুর খবর শুনে আধ ঘন্টার মাথায় হার্ট আ্যটাকে ছেলে মো.রেজাউল করিম (৪৫) মারা গেছেন। তিনি মরহুম আবুল হাসেমর তৃতীয় ছেলে। মারা যাওয়া রেজাউল করিমের পরিবারে ২টি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় জয়নাল আবেদীন চৌধুরী জানান- মো.রেজাউল করিমের মা বুধবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রাত ৯টা ৩০ মিনিটে দিকে মারা যান। মায়ের মৃত্যু হয়েছে এমন খবর শুনে রাত ১০টার দিকে হার্ট আ্যটাক করেন ছেলে।

তিনি আরও বলেন, পরে রেজাউল করিমকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. রেজাউল করিমের বাবা ২ মাস আগে মারা গিয়ে ছিলেন।

ছেলে রেজাউল করিমের লাশ বাড়িতে আনা হয়েছে। মায়ের লাশ চট্টগ্রাম শহর থেকে আসার অপেক্ষায় রয়েছে। ছেলে ও মাকে আগামীকাল বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।